আদিত্য আনাম
জ্বী, বন এক জীবনের ছদ্মনাম
ঘুমন্ত বন মারিয়ে যাচ্ছে উদাসী পা
ভোলা পথ পালিয়েছে গন্তব্য নিয়ে।
অন্ধকার ভেঙে ভেঙে জোনাকির আলো
একা
এক
বিষণ্ন
প্রতীকী
মন-
উড়ছে অবরুদ্ধ হাওয়ায় বিলাপ করে করে।
আকাশে বিধবা চাঁদ চেয়ে আছে কাজল চোখে
কেউ নেই তার; ছিলো না কেউ গোটাল ব্রহ্মাণ্ডে কখনো!
পাপড়ির দানার মতো জোছনার নির্যাস
ঝরছে
কালো
কান্নার
জলের
মতো
টুপটাপ; ক্রমাগত নিরুপমায়।
ঘুমন্ত বন- মন তবুও জীবন্ত
তার স্বপ্নের ভিতর দিয়ে দৌড়াচ্ছে এক প্রেমিকা হরিণ
প্রেমিক হরণিটি আজ নিখোঁজ বনে
তার কাঁচা মাংস ও ঘ্রাণ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শিকারী কেউ!
এভাবে কারো প্রেম কেউ ছিঁড়ে ছিঁড়ে খায়?
হায়! শিকারী হায়!
তবু- শিকারীরও প্রেম থাকে প্রেমিকা থাকে
ওভাবে তারও প্রেম কেউ ছিঁড়ে ছিঁড়ে খায়?
কারো মহামূল্য হৃদয় কারো একটুকরো খাবার
পৃথিবী
আজ
এক
বিপন্ন
রাক্ষস
যেন-
দূরে, গাছের ডালে ঝুলে আছে কারো একান্ত কেউ
Oh! God, Who Are You?
Oh! God, What The Fuck!
ওহ্,
তুমি কি জানো একটা হৃদয়ে কতগুলি প্রলেপ থাকে?
কতগুলি দুঃখ পোড়ালে একটা হৃদয় গঠিত হয় তুমি কি জানো, প্রভু?
দিগি¦দিক দিকেরা ফিকে হয়ে আছে
দূরে, ঠিক মেঘলা কফিনের কাছে
স্থির, পড়ে আছে বিগত সূর্যের লাশ।
The Night Like The Black Ocean
Our Lonely Souls Are Swimming
Swipe
এখানে জীবন্ত সাঁতার কেটে জেনেছি
রাতের অপাঠ্য অন্ধকারে সমস্ত রঙের রঙ এক
ফুলের মৌনতা জুড়ে সব মৃত মৌমাছি-
জীবন এক দীর্ঘ অবহেলা
আর ঘোলা ঘোলা দুর্বোদ্ধ বন।
ডান্সিং দ্য ইনার লাভ ইনসাইড দ্য ফিলিং ফরেস্ট
[ Dancing The Inner Love Inside The
Feeling Forest ]
দূর মেঘ ভেঙে ভেঙে উড়ে আসে প্রসন্ন পাখি
কাজলরাঙা জোড়া চোখ তার;
আমার বাহুর দরজায় লাগানো খিল আর
অবরুদ্ধ বির্মষ তালা খুলে খুলে যায়
তার বিষণ্ন কণ্ঠের নিপুণ আহ্বানে।
সে-
ভীরু
পা'য়ে
হেঁটে
হেঁটে
চলে
আসে
আমার
হৃদয়ের
সমুদ্র
সৈকতে; উত্তাল ঢেউ নিজের ভিতর ভাঙে
ভেঙে
ভেঙে
ঘুমন্ত
শিশুর
মতোন
হয়ে
যায়
তীব্র
কান্ত; এক সদ্য শীতল ফোঁটা পাপড়ির দানা।
ওঁ পাখি, কে তুমি?
তুমি কি প্রেমের সিম্ফনি?
তোমার কণ্ঠে আমার হৃদয়ের হারমোনি- ঘোরগ্রস্থ!
অনুভ‚তি একগুচ্ছ প্রফুল্ল ঘাস
মুগ্ধ শিশির নেমে যায় সেই ঘাসের সুক্ষ্ম নাভী বেয়ে!
ওঁ পাখি, এইখানে থাকো তুমি মনের বনে
এই বনে ভরাফুল ফুটে আছে মায়া মায়া
এই বনে গহীন রাতে চাঁদ জেগে ওঠে
পিকাসোর নিজের হাতে আঁকা চাঁদ!
নেশা নেশা জোছনা গলছে দেখো!
অবস বৃক্ষের ডালে উড়ে যাও
বসো, গাও গান ওঁ পাখি গান গাও
তোমার
গানের
সুরে
নাচুক
গভীর
বনের
ফুল-
দেখো, আরো দূর দাঁড়িয়ে দুলছে কীভাবে বিশুদ্ধ প্রণয়ের মূল!
Watching The Dancing Of The Inner
Love Inside The Feeling Forest.
Oh! Really I Love This Love Inside
Growing The Love.
এইখানে একটা অনন্তকাল থমকে থাকুক গভীরতা ছুঁয়ে
জন্ম হোক পরিতাপহীন, যন্ত্র ও জটিলতাহীন এক
পরিণত পরা-প্রেম- মায়াবাস্তব মুগ্ধতার!
দ্য লোনলি ট্রি উইথাউট বার্ডস; ফ্লাইং ইনসাইড হার সোল
[The lonely tree without birds;
Flying inside her soul.]
একা একটি গাছ- একজন
নিঃসঙ্গ তার হাওয়ার সাঁতার
মনে মনে-
ডানায়
ঝুলে
ঝুলে
আছে
তার
পাখিহীন পাখির আত্মারা।
তুমি কি দেখেছো তাকে?
Do you know her call-name?
Could you hear her soft songs?
কিংবা
তুমি
কি
তার
হৃদয়ের
ঘ্রাণ
পেয়েছো
টের
কখনো...?
Here A lonely tree without birds;
Flying inside her soul.
I know her i love her
Here
I was stay with her a long night a
long long ago!
আমি তার হৃদয়ের ঘ্রাণ হৃদয়ে পেতাম টের
আর তার আত্মার গান আমি শুনেছি বহু বহুবার!
সে ছিলো বিধাতার মতো বিষণ্ন
তার ফুল ছিলো দেবতার মতো রাঙাচোখ।
সে তার স্বপ্নের ভিতর দিয়ে হেঁটে যেতো বহুদূর
সে তার শৈশবে ফিরে যেতো সময় ভ্রমণ করে
থমকে
দাঁড়িয়ে
থাকতো
শৈশব
তার
প্রতীক্ষায়-
সে কথা বলতো আকাশের সাথে
সে কথা বলতো ঈশ্বরের কানে কানে
দূর মেঘ- ডানা ভেঙে- যদি পড়ে যেতো নীচে!
সে তার হৃদয় মেলে দিতো-
কখনো
কোনো
পাখি
তার
সখ্য
হতে
আসেনি; তার বন্ধু ছিলো কেবল গহীন শূন্যতা।
No comments:
Post a Comment