ম্রিতোষ তত্রাচ

ম্রিতোষ তত্রাচ


#২৩০৬১৯

বিচ্ছিন্নতার সকল দরজা-জানালা খুলে রেখেছি-আসতে পারো যেতেও পারো ইচ্ছে খুশি অথবা থাকতে পারো গাছের মতো স্থীর-বাতাসে নড়তে পারো পাতার মতো ঝরতে পারো হলুদ হলে-বিকেলের পাখি ডানায় উড়তে পারো-
সম্পর্কগুলো মিথ্যে যেনেও- বাঁধতে পারো
কাঁদতে পারো-হাসতে পারো


#২৬০৬১৭

জলের ছলাকলা>মাছ
এ্যাকুরিয়ামে সাঁতার কাটে স্বপ্ন
ভোরের কোমল হাওয়া- বেহাত
ধুলা উড়িয়ে গাড়ি ছুটছে...
৯টা-৫টা : ১০-৫টা
৯টা-৬টা : ৯টা-১০টা
৯টা-৯টা :
পাখি বসে থাকে চিলেকোঠায়
দ্যাখে গল্পের ঘোর :
হাঁটাহাঁটি দৌঁড়-
বৃত্তের ভেতর বৃত্ত-ছোটাছুটি। লুটপাট।

***************

ই/২৬১২১৯

আমাদের মরে-ই যাওয়া উচিত
: আমরা তো মৃত-ই
: কি বলো? সত্যি-ই
: হ্যাঁ
: কীভাবে সম্ভব
: জীবিতদের সাথে আমাদের কোনো মিল নাই। তাদের মতো তিনবেলা খাই না।   
  টাকার পিছনে ছুটি না...
আমাদের স্বপ্ন না>গন্তব্য নাই>উদ্দেশ্য নাই...
কিন্তু জীবিতদের নির্দিষ্ট স্বপ্ন আছে এবং তারা তা পূরণ করার জন্য সবকিছু করে থাকে। প্রয়োজনে মাকেও নিলামে বিক্রি করে চাল-ডাল কিনে আনে মাকে খাওয়াতে-ই। এমনকি নিজেদেরকেও বিক্রি করে সস্তা দামে। নিজেদের সমস্ত কিছু বন্ধক রাখতে রাখতে সব ফুরিয়ে গেলে নিজেকেও বন্ধক রাখে। আমরা কি সেসব করি?


ন/২০১২১৯

শুনতে প্রস্তুত না আপনি
কেউই প্রস্তুত না
এমন কি আমিও না
কি কথা বলা যায় বলুন তো!
কি কথা বলতে চাই
কান মুখের কথা শুনতে প্রস্তুত না
না প্রস্তুত হবে না কোনদিনই
মগজে সেট করা আছে কিছু (ফালতু) নির্দিষ্ট শব্দ
(নতুন) ভিন্ন শব্দ তার শয়না

No comments:

Post a Comment

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

সর্বাধিক