বিষাদ আব্দুল্লাহ্

বিষাদ আব্দুল্লাহ

তাড়া

বারান্দার হলজুড়ে নেশা ধরা আকাশ

মেঘের ওড়না খুলে জোৎস্না নিভু নিভু হাসে
ঘ্রাণেও বুদ হওয়া যায়, ঘ্রাণেও তুমি থাকো ভেসে
এমন-রাতে- ঠাণ্ডা বাতাসে বাতাসে
নিশ্চয় এখন লেগে থাকা বৃষ্টির ফোঁটা
দোল খায় বারান্দার কার্নিশে

রাতের মফস্বল শহর
দালানগুলোয় আলোর কারুকাজ
পুকুর জলের ওপর ঝিঁ ঝিঁর কণ্ঠভরা মিউজিক

আর কদমের ঘ্রাণে মাতাল হতে হতে হতে
এমন সুন্দর রাত্রির বৈঠকে নিঃশব্দে বসে রই!

ঘুম নেই, আছে তাড়া, ক্ষুধাও আছে,
চারদিকে অদৃশ্য খুনির হাত ধরে মৃত্যু নাচে!

********************

কাম তাড়িত চাঁদ

চাঁদের আলোর ঢেউয়ে ঢেউয়ে চলো 
কলা গাছের নৌকা বানিয়ে 
আমরা ভাসতে থাকি পুকুরে

চারদিকে নরম ঠান্ডা বাতাসের তাণ্ডবে 
আমাদের কাম দেহে ঝরো ঝরো ঘাম ঝরবে
আমরা ভুলে যাবো প্রথম ছোঁয়ার স্বাদ...

শত কিলোমিটার দূরে অথচ 
চাঁদের আলোর ভেতরে তোমার গন্ধ পাই

তুমি তুমুল নিনাদে কেঁপে কেঁপে কেঁদে ওঠছো যেনো,
দুইখানে ঝিঁ ঝিঁ পোকাদের ঘুম ভেঙে তছনছ... 


মগজের কোলাহল

প্রচণ্ড অন্ধকার ঘিরে বসে রয়েছি
চুপ করে ডুগ গিলি কথার প্রহার
এসব কথাদের প্রহারে বুক প্রস্তুত তো!

নিজের প্রবল দম ফেলানোর আওয়াজে
চুরমার মগজবাড়ির ঘরদোর।
মগজের কোলাহল জুড়ে কিলবিল করে কারা!
তাদের কোনদিন দেখি নাই তো!

কতদিন মা-ঘুম শরীরে হাত বোলায় না!

No comments:

Post a Comment

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

সর্বাধিক