জাহিদুল মাসুদ

জাহিদুল মাসুদ 



কবি


কবিতায় পুড়ছি;

পুড়ছে ঘর-সংসার।

তোমার মুখের রেখায় 

একদিন জ্বলেছিল যে আগুন 

রাত জাগা চাঁদের উপমায় 

কবে যেন সে আগুন চাঁদ হয়ে গেল।

চাঁদের আগুনে হেঁটে হেঁটে 

আজীবন পুড়ছি কবিতায়।



সুখের মৃত্যু

তুমি আমার খুনি হতে যদি
যদি নিজ হাতে খুন করতে আমাকে
তবে মৃত্যুর কুৎসিত বিভীষিকা থেকে
আমি রেহাই পেতাম।
খুব সৌন্দর্যময় মৃত্যু হতো আমার
খুব সুখের মৃত্যু হতো
তোমাকে না পাওয়ার সমস্ত বেদনা
তোমার কৃত খুনে রাঙা হয়ে উঠতো।



সুখের মৃত্যু

তুমি আমার খুনি হতে যদি
যদি নিজ হাতে খুন করতে আমাকে
তবে মৃত্যুর কুৎসিত বিভীষিকা থেকে
আমি রেহাই পেতাম।
খুব সৌন্দর্যময় মৃত্যু হতো আমার
খুব সুখের মৃত্যু হতো
তোমাকে না পাওয়ার সমস্ত বেদনা
তোমার ককৃত খুনে রাঙা হয়ে উঠতো।




****************

বিছানা

একদিন তোশকটা উল্টিয়ে দেখি
অনেক ক্লান্তি জমে আছে
আমার শরীর নিংড়ে ক্লান্তিগুলো
তোশকের তলায় জড়ো হয়েছে।
তোশকের অন্য পাশটা উল্টিয়ে দেখি
অনেক ঘুম জমে আছে
আমার বহু রাতের ঘুমগুলো
জমে জমে অন্ধকার মৃত্যু হয়ে আছে।

চোখের ভূগোল -১

অচেনা এক মহাবিশ্ব আচম্বিতে
তোমার কাব্যিক চোখের পাতায় খুলে গেছে
বেদনার মতো রাত্রির পটভূমিতে
জ্যোৎস্না জ্বলা একটি সমুদ্র চেয়ে আছে।

ক' ফোটা সমুদ্র পড়লে ঝরে
অভিমান কিম্বা প্রতীক্ষার
ভালোবাসা রচিত হয় বিশুদ্ধ ভোরে
এ পৃথিবী স্বাদ পায় প্রথম কবিতার।

No comments:

Post a Comment

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

সর্বাধিক