কবি
কবিতায় পুড়ছি;
পুড়ছে ঘর-সংসার।
তোমার মুখের রেখায়
একদিন জ্বলেছিল যে আগুন
রাত জাগা চাঁদের উপমায়
কবে যেন সে আগুন চাঁদ হয়ে গেল।
চাঁদের আগুনে হেঁটে হেঁটে
আজীবন পুড়ছি কবিতায়।
সুখের মৃত্যু
তুমি আমার খুনি হতে যদি
যদি নিজ হাতে খুন করতে আমাকে
তবে মৃত্যুর কুৎসিত বিভীষিকা থেকে
আমি রেহাই পেতাম।
খুব সৌন্দর্যময় মৃত্যু হতো আমার
খুব সুখের মৃত্যু হতো
তোমাকে না পাওয়ার সমস্ত বেদনা
তোমার কৃত খুনে রাঙা হয়ে উঠতো।
সুখের মৃত্যু
তুমি আমার খুনি হতে যদি
যদি নিজ হাতে খুন করতে আমাকে
তবে মৃত্যুর কুৎসিত বিভীষিকা থেকে
আমি রেহাই পেতাম।
খুব সৌন্দর্যময় মৃত্যু হতো আমার
খুব সুখের মৃত্যু হতো
তোমাকে না পাওয়ার সমস্ত বেদনা
তোমার ককৃত খুনে রাঙা হয়ে উঠতো।
No comments:
Post a Comment