শুভ্র সরখেল

শুভ্র সরখেল

লালা গালিচার কেচ্ছা 

এই পথে এসো
স্নিগ্ধতা পাবে!
দিন শেষে প্রেমের পুঁথি মালা হারিয়ে যেতে পারে কথিত রাষ্ট্রের নকশা থেকে!
তবুও এই পথে এসো
অনেক শান্তি পাবে আশা করি।

এই পথের ধুলোয়
রঙের ষড়যন্ত্র পাবে!
দিন শেষে কষ্টের থালা নিয়ে দ্বিধায় পরতে পারো ঠাকুমার রান্নার ঝাল নিয়ে!
তবুও এই পথে এসো
অনেক বিশ্বাস পাবে আশা করি!

এই পথের দূরে কেউ থাকে না
নিঃসঙ্গতা পাবে!
দিন শেষে অন্তত কারো হাসির ভেতর লুকানো ভুতের পোট্রেট দেখা যায় না!
তবুও এই পথে এসো
অনেক গুলো নিজেকে খুঁজে পাবে আশা করি!


কলার পাতায় সত্য উপনিষদ 

কারো চোখ দেখে হিংসে করো না
ওটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার
কারো কণ্ঠ শুনে মোহিত হইয়ো না
ওটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার
কিন্তু একি !
তোমায় তো ঈশ্বর দুটোই দিলো!
তাহলে তো আমার রাগ হতেই পারে!

কারো ভ্রম দেখে কেঁদে ফেলো না
ওটা অস্তিত্বের ব্যাপার
কারো চলন দেখে রেগে যেও না
ওটা অস্তিত্বের ব্যাপার
কিন্তু একি !
তোমার তো অস্তিত্ব দেখছি, দৃশ্যমান!
তাহলে আমারটা গ্যালো কই?

কারো বিছানা দেখে বীর্য ডেকো না
ওটা পদার্থ এবং রসায়ানের কারসাজী
কারো শ্রম দেখে অবাক হইয়ো না
ওটা ধৈর্যের এবং অভিনয়ের কারসাজী
কিন্তু একি!
তোমার ভেতর টা তো দেখছি দুটোই ব্যালেন্স করে ফেলেছ!
আমার তো ওই বালের ব্যালেন্স টুকোই নেই!

কালো গোলাপ

কালো গোলাপ
তোমার শরীরে এখনো পর্যন্ত একটি অরুন্ধতী থাকে না নিরাপদে!
বসন্তে তোমার চুল পড়লে বেশ চিন্তায় অদিতাকে জানিয়ে দাও!
আর জঘন্য রক্তের খোঁজে ছিরে ফেলো বালিকার মনন!
তুমি আসলেই কুৎসিত! খুব কুৎসিত!

কালো গোলাপ
তোমার নারি পোঁতানো মাটির আগামি বেশ অন্ধকারে!
নিদ্রাহীন তোমার বীজ, অনিশ্চিত তোমার অগ্রজ!
আর সত্ত¡ার বাহবা দিয়ে সাজিয়ে আছো প্রেমের মরুভূমি!
তুমি আসলেই সরল! খুব সরল!

প্রীতিলতা

প্রীতিলতা! 
      তোর ঠোঁটের মোহে 
আমার স্নায়ু অনেক ক্লান্ত! জল দে আমায়! 

প্রীতিলতা! 
     তোর চুলের কালোয় 
আমার মুখোশ অনেক মিথ্যা! রঙ দে আমায়! 

প্রীতিলতা! 
     তোর চোখের লজ্জায় 
আমার শরীর অনেক দুর্বল! শক্তি দে আমায়! 

প্রীতিলতা! 
     তার কপালের ভাঁজে 
আমার শুদ্ধতায় অনেক সন্দেহ! বিশ্বাস দে আমায়! 

প্রীতিলতা!
     তার গলার চিৎকারে 
আমার অবয়ব অনেক শঙ্কিত! অভয় দে আমায়!


নিশ্চুপ গল্পের নায়িকা

আমার সামনে এরকম করো না
প্রেমের স্বাদ মনে পরে
তোমাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি
ভালো লাগে না - এই ভেবে--- যে তুমি আছো ঠিকই---
কিন্তু অনেক দূরে--- পাবো না কখনো ।
এরকম আর করো না
মনে পরে সব কিছু
যা হয়েছিলো
কিংবা
যা যা আর হতে পারতো।
 
 
**************

প্রেম

কদম ফুলের জ্বরের বিছানায়
তোমার ক্ষুদ্র যৌন যাপন !
আমার রঙিন নখের প্রতি তোমার এতো আগ্রহ ?
একটু স্নিদ্ধ প্রেম দিতে পারো আমায়?
যেখানে শুধু একটু ঘুম হতে পারে ঈশ্বরের পথ---
কিংবা---
প্রেম ? 

মৃত্যু কতটা সত্যি হলে তোমার প্রেমের অবয়ব হতে পারে শূন্য ?
আমার মনের হাঁড়িতে নীল চুলের পরীরা নৃত্য করে আবিরাম ।
আসো না আরেকবার আমরা মিথ্যে বলি---
সত্যের মতো করে আরেকবার!

প্রলাপ 

রহমান চাচা প্রায়ই বলতেন
দীর্ঘ জীবন সে চায় না।
মানুষের মন সে বুঝতে পারে না---
নিজেকে বুঝতে শেখে নাই---
ডাকসু, চলচিত্র, রিয়ালিটি শো, মানব বন্ধন, ক্যাম্পাস ইত্যাদি
কিংবা
আরও অনেক ইত্যাদি---
সে কিছুই বুঝতে চায় নি জীবনে ।

রহমান চাচা প্রায়ই বলতেন
বাঁচতে সে চায় না ।
গাছের ছায়া সে বুঝতে চায় না ---
দালানের উচ্চতা সে ধরতে জানে না ---
শৈশব, ইস্কুল পালানো, ছেঁড়া ঘুড়ি, রাস্তায় বলাকা, এলাকার সেলুন ইত্যাদি
কিংবা
আরও অনেক ইত্যাদি ----
সে কিছুই পায় নি একদম নিজের মতো করে ।

রহমান চাচা প্রায়ই বলতেন
মৃত্যু খুব আপন তার কাছে ।
রেল লাইনের অংক সে বুঝত না ----
বাগধারার শব্দ সে জানতো না ----
জমির কেস, জুম্মার নামাজ, সন্ধ্যায় উলুধ্বনি, পুলিশের গন্ধ, ককটেলের রঙ ইত্যাদি
কিংবা
আরও অনেক ইত্যাদি ----
সে কিছুই চিনতো না ভালো করে ।

রহমান চাচা প্রায়ই বলতেন
আবার বাঁচতে হবে আরেক সন্ধ্যা তোদের সাথে ?
অনেক ইত্যাদি নিয়ে কাটাতে হবে আরেকটি সন্ধ্যা ?
কিংবা
আরও অনেক ইত্যাদি

সত্য প্রেম

বিরক্তের লাল তিমি-----
একটি সাগরের মরুভ‚মি তোমার একটি আকাশের চেয়ে অনেক বড় মনে হয়
মৃত্যুর প্রতিটি স্বাদ-----
মনের গহিনে থাকা তোমার প্রতি ঘৃণার একেকটি প্রতিফলন মনে হয়
জাহানারা আপার ফুলের কবর-----
তোমার জন্য রেখে যাওয়া উলের সুতায় বোনা গরম প্রায় ঠাণ্ডা মনে হয়

জলের উপর তোমার মুখের ছায়া
কলাগাছের পাতায় দেখেছি অনেক আগেই----
তোমার মুখ কলা গাছের পাতায় দেখা যায় অনেক অদ্ভুত।
তবে একটি গল্প দিয়ে শুরু হোক আমাদের জীবন
এক ছিলাম আমি
আরেক ছিলে তুমি
দুজনই একদিন একে অপরকে ভালোবেসে জীবন যাপন।
তারপর শুরু হবে মৃত্যু- জন্ম
বিভেদ - লোভ - আশা-
তুমি ও আমি আবারো ভালোবেসে জীবন-যাপন।

বিরক্তের একটা লাল গোলাপ -----
কোলের পাশে বসে থাকা ইতিহাসের ব্যাকুল সত্য আজ রূপকথা মনে হয়
সংখ্যা বানানের ভুল----
তোমার বিপরীতে একেকটি প্রেমের উত্তরসূরিদের অবস্থান মনে হয়
শিউলি খালার আমের বাগানে------
ইদানিং পুষ্টিহীন এক প্রাণী বাস করে- সংসার করে মৃত ভ‚তের আত্মার সাথে।

একটা মৃত্যু যদি আমার জীবনের সমাধান হয় !
তবে কলমের প্রতিটি কালি সত্য
এৃতের পরিবারের পাপ গুলো সত্য
প্রতিটি ভাষার জন্য স্বাধীনতা সত্য
আর
প্রেমে পরা মানুষদের হতাশাও সত্য।
তবে এবার একটি সত্যের গল্প বলি----
তোমাকে ছাড়া আরও অনেক দিন আমায় বেঁচে থাকতে হবে!

গোল্লাছুটের দিনগুলো 

শব্দ
এসো আরেকবার দগ্ধো করো আমার রাষ্ট্র
বিচ্ছিন্ন করো ----
নিদ্রার মাঝে কিছুটা খানিক স্বপ্ন
দীর্ঘায়ু করো -----
মস্তিষ্কে নিকোটিনের আহ্বান
শব্দ
তুমি আরেকবার এসো !

গন্ধ
চলো আরেকবার যাই মায়ের কোলে
স্পষ্ট করো -----
রোদের উঠানে জলপাইয়ের রঙ
নষ্ট করো ------
ব্যাবহারিক ক্লাসের সোডিয়াম মুহূর্ত গুলো
গন্ধ
চলো আরেকবার যাই !

অনিয়ম
এসো আরেকবার আমার ল্যাপটপে
ছবি এঁকো -----
সবুজ খাসে গোল্লাছুটের কাহিনী
মেরে ফেলো -----
জীবিকার তাগিদ কিংবা কর্পোরেট জুতা
অনিয়ম
আসো আরেকবার !

স্তব্ধ

স্তব্ধ!
তোমার  আবর্তমান মুহূর্তে
আমি সজাতি প্রজাপতি ।
ভালোবেসে মহিমার গান গাইতে  পারি---
শুধু তোমার  জন্য ।

স্তব্ধ!
তোমার নীরব  মুহূর্তে
আমিও হতে পারি একজন---
কিংবা অনেকের মতো ।
ভালোবেসে একাকার হতে পারি---
সময়ের স্নিদ্ধতায় ।

স্তব্ধ!
তোমার উষ্ণ সহানুভূতিতে
হারিয়ে ফেলি একাত্ম মন
আর
তোমায় পাবার অনুভূতি ।
ভালোবেসে মিশে যেতে পারি----
তোমার অক্ষরের  সাথে ।

No comments:

Post a Comment

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

সর্বাধিক