পলিয়ার ওয়াহিদ

পলিয়ার ওয়াহিদ


সাহিত্য ধর্ম নয় কিন্তু ধর্ম সাহিত্য

পলিয়ার ওয়াহিদ ২৬ ফাল্গুন ১৩৯২ (বাংলা) শুক্রবারযশোরের কেশবপুর উপজেলারঐতিহ্যবাহী পাঁজিয়ার অন্তর্গত পাথরঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা গোলাম মোস্তফা সরদারমা ছাবিয়া বেগম। পাহাড় ঘেরা সিলেটে ফুলটাইম মিষ্টি কোম্পানিতে ম্যানেজারি আর পার্টটাইম এমসি কলেজে মনোবিজ্ঞানে স্নাতক ও ঢাকা কলেজে স্নাতকত্তোর শেষে একটা জাতীয় দৈনিকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
পৃথিবী পাপের পালকি, সিদ্ধ ধানের ওম, হাওয়া আবৃত্তি, মানুষ হবো আগে, সময়গুলো ঘুমন্ত সিংহের, দোআঁশ মাটির কোকিল



মানুষের ডালে বসে ডাকে যেন হরেক রঙের পাখি

হে মাবুদ, মানব জীবনে একবার শুধু গাছ হতে চাই
মানুষের ডালে বসে ডাকে যেন হরেক রঙের পাখি
সবাই তো আপনাওে ডাকে, কয়জনে বলো আর পাই
বেঁচে আছি আর কত দিন? গোনা ভরা রাত রাখো বাকি!

As if different colored birds chirp to sit on my branches

O Allah, want to be a tree only once in human life
Where different colored birds chirp to sit on my branches!
All of us call you, how many of us to get proximity of you?
How many days am I alive more? Please, erase the sinful nights!


মাছের পোশাক

মাছের পোশাক পরে ঘুরে বেড়ায় মানুষের মন
পাখিরা কি পর হয় সখা পুড়ে গেলে বন?

Fish costume

To wear the dress of fish men's mind travels


Would Birds be outsider, Friends, when forest has burned?



সঙ্গনিরোধ শুক্কুরবার

মহাব্বতের মহামারিতে ঘরবন্দী
চন্দ্রিমা উদ্যানে মন তবু হাঁটে
পাতাভর্তি গাছের নাদুস-নুদুস ভঙ্গি
মেয়েটি রপ্তানি করে আমার ভেতর!

সে আমাকে উপহার দেয় 
করুণার সাদা ফুল
যেন ভালোবাসার ময়লা!
করোনায় মানুষের আরাম-আয়েশ
সবই তো শরীরের ময়লা এখন!

বিছানায় উবু হয়ে শুয়ে আছে দুঃখ
চুলার ওপর ফুঁপাচ্ছে অভাব
বিচ্ছেদের পান্ডুলিপিতে জমিয়ে
আড্ডা দিচ্ছে অভিযোগ!
সবাই আমার দিকে- আঙুল তুলেছে
তামাশার দৃষ্টি ভরে!

আজ মহান জুম্মাবার
পবিত্র মিলনের দিন!
কানে আতরের তুলো গুজে
ন্যাপথলিনে ভাঁজ করা পাঞ্জাবী গলিয়ে
কেন আমি প্রভুর সামনে দাঁড়াব না?

আমাকে জানতে হবে
এই মহামারীর কল্যাণ কিসে?
আমরা তো একত্রে ছিলাম!
কেন তিনি পৃথক হবার 
বাসনায় মজলেন?

তাহলে কী?
আমাদের একত্রে থাকার মধ্যে
কোথাও মহাব্বতের অভাবছিল!
নাকি?
সুখ কুড়াতে কুড়াতে
গুছিয়ে ফেলেছি যেসব অসুখ
তারই ওষুধ এই
বৈশ্বিক অবসর

Quarantined Friday

 

Prisoned in house in the epidemic of love

Even then my mind in the moonlit garden are walking

Plump approaches of the leafy tree

the girl exports these inside me!

 

She gives me gifts

White flowers of compassion

That is like dirt of affection!

All comforts of the men in Corona—

These are also dirt now of the body!

 

Sadness is lying on the bed squatting

The starves sob on the boiler

In the manuscript of estrangement densely

Objection keeps company of idle talkers

Everyone is pointing fingers to me

with the jokes-full-eye

 

Today is a great Friday

Holy Reunion Day!

To put perfumed cotton in my ears,

naphthalene in Folded Panjabi that`s to melt

why should I not stand to my Allah?

I need to know

What's the welfare of this epidemic?

We were together!

Why He would be intoxicated into desire doing separate?

 

What than in our being together

was there a lack of love somewhere,

wasn't it?

To load greed continuously

We have fixed these diseases

That's medicine this—Global leisure



মোকাবিলা

ভিটামিন ডি-এর মতো হাসুন
শরীরে রোদ মেখে করোনা তাড়ান
হাত-পা গুটিয়ে বসে থেকে লাভকি?
মোকাবিলা ছাড়া মুক্তি নাই

Facing

 

To laugh like Vitamin-D

To sweep Corona to smear with the sun in your body

What is benefit in sitting to close down your hand-feet?

Have any final release without facing?



সফেদা, সরপুটি ও জিহবার কল্যাণ

আপনি সফেদা খাচ্ছেন কিন্তু স্বাদ পাচ্ছেন গাবের। ফলে ধূসর রঙের সঙ্গে হালকা হলুদের মিল পেলেন কোথায়? কিংবা আপনি কি ভুলে গেছেন জিহবার কল্যাণ? এবার আসুন একত্রে বাতাবিলেবুর আঙিনা পেরিয়ে যাই!
আপনার স্বপ্নের ভেতের ভেসে বেড়াচ্ছে একটা সরপুটি। কিন্তু বিছানায় আবিস্কার করলেন লেপ্টে আছে আরশোলা! কে বলছে, আপনার চুমুর কোনো ঠিকানা সঠিক নয়!

Sapodilla, olive bard and tongue welfare

You are eating Sapodilla, but getting test of mangosteen. Here where did you find light yellow with gray color? Or have you forgotten the welfare of the tongue? Now let's cross the pomelo yard together.

An olive bard is floating inside your dream. But you discovered a cockroach is crushed on your bed! Who says, address of your kisses is incorrect! 


প্রতিকৃতি

একদিন গরুর চোখের মায়া নিয়ে
আমাকেও মাখতে হয়েছিল কলঙ্ক
কিন্তু কি এক অপর মহিমায়
কিংবা মস্ত নাসিকার গুণে
সমাজের নষ্ট দুর্গন্ধও
গ্রহণ করেছি সুঘ্রাণের রাষ্ট্রে

No comments:

Post a Comment

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

সর্বাধিক