আশিক আকবর

আশিক আকবর

হাঁসদের যৌন জীবন

হংস কুলও সমকামী। যৌথকামী তো বটেই। আজকে পুকুরে
জলের কিনারে
এক মাদিকে আরেক মাদি ইচ্ছে মতো...
আরো কতিপয় মাদি হংস পাশে তার।
যেনবা না, চলছে গ্রুপ সেকস্।
আর দ্যাখো হংস দলের সামনে, হংস এক। প্রিয় হংসিনী নিআ নির্বিকারে ঠুকরাচ্ছে ঘাস। কে কাকে কি করলো তাতে কি আসে যায়? সময় মতো সেকস্ টেকস্ পেলেই হলো।
এটাই পৃথিবীর চিরকালের নিয়ম। পুকুর ঘাটের পানি ভালো করে জানে।



সংবাদ

ওরা বাহাত্তর জন
সনও উনিশ শ’ বাহাত্তর
ওরা দখল করলো খাদ্যগুদাম
স্থান, পূর্ববাংলার রাজশাহীর তানোর
খুনী রক্ষী বাহিনী টানলো রাইফেলের ট্রিগার
কমরেড এরাদ আলী নিহত
নিহত বাহাত্তর জন
শহীদদের গণ কবরে এখনো জ্বলছে লাল নক্ষত্রপুঞ্জ
এখন দখল নেই
দিবস পালন আছে খুব
নক্ষত্রপুঞ্জে যেতে দিবস বানানোর দিন আসবেই
হাজার হাজার বৎসরের হাঁটা বিশ্রাম পাবেই।

No comments:

Post a Comment

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

সর্বাধিক