আরণ্যক টিটো

আরণ্যক টিটো

নতুন বোতল পুরোনো মদিরা
...
তাহার ভাষা বদলে দিয়ে
তাহার
গানটি তুমি
সাধো
মনের তানপুরায়
তোমার ভাষায় গানটি তাহার বাজে...
যেন
নতুন বোতলে পুরোনো মদিরা! ...
তাহার কথায়
রাঙাক তোমার ভাষা
ভাসুক খেয়া... তাতে আমার কী!
তারচে
খুঁজবো আমি
নতুন কথায় নতুন ভাষায়
কোথায়
বাঁকছে নদীরা...

বন্দীর জবান

মাননীয়,
ইতিহাসের অনেক মহানের হাত রক্তে রঞ্জিত... 
সে হিসাবে
ঘোষিত অপরাধ(!) আমার
লঘু...
হতে পারে
একদিন
হব আমি
প্রদীপের ফেরিঅলা
কিংবা পথহারা নাবিকের দিশাময় বাতিঘর
কিংবা আলোর একাডেমী...
যার মাঝে
প্রদীপের আলোর নীচের অন্ধকার নিয়ে গবেষণা করে
আচার্য্য হবেন আগামীর সন্তানেরা,
পৃথিবীর মঙ্গলযাত্রায়...
মাননীয়,
সম্ভাবনার মৃত্যু ঘটানোও অপরাধ!
যার কারণেও
একদিন কাঠগড়া প্রস্তুত হতে পারে...

চিয়ার্স

ফুলটুকু
যে ভাবে ভুল করে নিলেন,
সে ভাবে
ভুলটুকু ফুল করে নিলাম!
প্রজাপতি পাখনায়
ভুলে ভুলে ফুলে ফুলে উড়াউড়ি
ভুলের মুকুল মনে
ফুলেল শুভেচ্ছায়... বললাম, উদ্যান পুষ্পিত হোক!...
চিয়ার্স!... চিয়ার্স!... জলোচ্ছ্বাসে
গ্লাসে
উপচে পড়ছে
ভুলের সমুদ্র,
পাঠে
ভুলের খসড়া, একটি ফুলের সমাচার—
ভুল
হবো ফুল
ভুলে ভরা এ বাগানে 
ফুটবো আগামীকাল
আজিকার ভুল
তোমাদের
না দেখা ফাগুনে
ফুটেছিলাম একদা
ফুল
মন ও মননের ছোঁয়ায়
আবার ফিরবো সে জনমে
পাবো শোভা
সুরভী প্রিয়র হাতে হাতে
বলো না তখন
ভুল
নিও ফুল
জমবে আবার পৃথিবীতে
ফুল-উৎসব.......

ধরাধরি

চুলের মুঠিতে হাত দিয়েছি বলে
ভেবো না, 
আমি মারামারি প্রিয়!
শরীর সংগঠনে... 
এসো... করি ধরাধরি...ছোঁয়াছুঁয়ি.... 
জাতপাত/ক্লাস মেইনটেইন
এসব
অরূচিকর...
মনের মাজারে নড়নচড়ন মনা বৈষ্ণব/বৈষ্ণবী
জেগে ওঠা-ই সার!
ললিতকলার বনে... ভাষায়... লাবণ্যে...
যাকে বলে, 
এ ধরা পূর্ণ হোক তবে...
এ বেলা
না-জমে যদি ধরাধরি... 
বলো,
এ ধরণী
নিকষিত হেমে
বিকশিত হবে কীভাবে? শরীর সংগঠনে...
এ ধরা
রেখেছে ধরে
আমাদের (উপ)স্থিতি...
ধরাধরি
ধরাধরিতে... একঘেয়েমিএলে
আমরা
একটু মারামারিও করতে পারি... 
স্থিতির ব্যাকরণে...

একান্নবর্তী

না
খেয়ে আসিনি... 
তোয়ালে দিন, হাতমুখ ধুয়ে আসি...
(পরমান্ন)
গরম ভাতের ঘ্রাণে
মোচড় মারছে ক্ষুধার পাঁচালী!
.........
আপনার কি মনে আছে? পাঠশালায় পড়া
একান্ন= এক+অন্ন!
আমাদের 
হাটের হাঁড়িটি
ভাঙাভাঙির বিপরীতে এক হতে পারতো...
আমরা তো
একান্নবর্তী
পরিবারের মানুষ ছিলাম... একই অন্নে লালিত
এই 
একান্নপীঠের পটভূমে...

অতীত তাই বলে!

অন্নদা, আপনি কী বলেন?...

No comments:

Post a Comment

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

সর্বাধিক