রুদ্রাক্ষ রায়হান

রুদ্রাক্ষ রায়হান
নিরাপত্তা

একটি বাঘ লোকালয়ে ঢুকে যাওয়ার পরে মানুষের তাড়া খেয়ে মগডালে উঠেছে।
আসলে বাঘ নয়, ওটা চিতা ছিলো। খবরের সত্যতায় ছুটে আসলেন পশু অধিকার কর্মী, বন বিভাগের লোক। আর এক পাল গবেষক।

বলে গেলেন, বাঘের কোন দোষ নেই শিকারীদের হাতে হরিণেরা নাই হয়ে যাওয়ায় বাঘকে লোকালয়ে আসতে হয়েছে।

এরপর আরো অনেক কথা। পৃথিবীতে বাঘের গুরুত্ব, বাঘের বৈজ্ঞানিক নাম। বাঘ ও চিতার পার্থক্য। খাদ্যাভাব, চোরা কারবারি, পরিবেশ বিপর্যয়, আরো কত কি!
হরিণের প্রসঙ্গ টা কিন্তু ওই নাই হওয়া পর্যন্তই ছিলো।

বাঘটিকে জঙ্গলে ছেড়ে দিতে হবে শীঘ্রই
জঙ্গলে বাঘেরা নিরাপদ। বন্যেরা বনে সুন্দর।

বাঘটিকে জঙ্গলেই ছেড়ে দিন।
জঙ্গলে বাঘেরা নিরাপদ
হরিণেরা কোত্থাও না.......


No comments:

Post a Comment

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

সর্বাধিক